বগুড়ায় করোনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে

    আরেফিন আহমেদ.

    জেলায় করোনায় এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮জনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ৬জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য ২জন করোনা উপসর্গ নিয়ে মারা যান। এছাড়া একই সময়ে জেলায় নতুন করে আরও ৯১জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ১৬ দশমিক ৫৭শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫০জন।

    বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।

    জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডাঃ তুহিন জানান, করোনায় মারা যাওয়া ৬জনের মধ্যে বগুড়ার দুইজন। এরা হলেন- সদরের তাকলিমা(৪৮) ও হাওয়া(৭০)।

    এছাড়া বাকি চারজন অন্য জেলার। নতুন ২জন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬২৪জন দাঁড়ালো।

    ডা. তুহিন আরও জানান, রোববার মোট ৫৪৯টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৫০জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে এক নমুনায় নেগেটিভ, ৯টি এন্টিজেন পরীক্ষায় একজন করোনা পজিটিভ ছিলেন। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪টি নমুনায় আরও ৩জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ঢাকায় পাঠানো ২৪৩ নমুনার ফলাফলে ৩৭জন করোনায় শনাক্ত হয়েছেন।

    নতুন আক্রান্ত ৯১জনের মধ্যে সদরে ২৯, শেরপুরের ১৪, শিবগঞ্জের ১৩, দুপচাঁচিয়ায় ১১, গাবতলীতে ৮, কাহালুতে ৭, শাজাহানপুরে ৬ এবং সারিয়াকান্দিতে ৩জন।

    ডা. তুহিন জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ৩৯০জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮হাজার ৯৮২জন এবং ৭২৪জন চিকিৎসাধীন রয়েছেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ